English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

ভোট শেষে ফেরার পথে পু‌লিশ-নির্বাচন কর্মকর্তা‌দের ওপর হামলা

- Advertisements -

কি‌শোরগ‌ঞ্জের ক‌টিয়াদী‌তে ভোট গণনা শে‌ষে ফেরার প‌থে পু‌লিশ ও নির্বাচন কর্মকর্তা‌দের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পু‌লি‌শের কা‌জে ব্যবহৃত এক‌টি মাই‌ক্রোবাসসহ দু’টি গা‌ড়ি‌তে অগ্নিসং‌যোগের ঘটনা ঘটে।

রবিবার রাত সা‌ড়ে ৮টার দি‌কে উপ‌জেলার সহস্রাম ধূল‌দিয়া ইউ‌নিয়‌নের গৌ‌রিপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় ভোট কে‌ন্দ্রের সাম‌নে এ ঘটনা ঘ‌টে।

পু‌লিশ জানায়, পু‌লিশ ও নির্বাচন কর্মকর্তারা ভোট গণনা শে‌ষে সরঞ্জাম নি‌য়ে উপ‌জেলা সদ‌রে ফির‌ছিলেন। কেন্দ্র থে‌কে বের হওয়ার সময় একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও দুই পরা‌জিত মেম্বার প্রার্থীর সমর্থকরা পু‌লি‌শের ওপর হামলা চালায়। তারা ইটপাট‌কেল নি‌ক্ষেপ ক‌রে নির্বাচনী সাম‌গ্রী ছি‌নি‌য়ে নেওয়ার চেষ্টা ক‌রে।

পাশাপাশি পু‌লি‌শের কা‌জের জন্য ভাড়া করা এক‌টি মাই‌ক্রোবাসসহ দু’টি গা‌ড়ি আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় অন্তত ৩০ রাউন্ড রাবার বু‌লেট ছোঁ‌ড়ে প‌রি‌স্থিতি নিয়ন্ত্র‌ণে আনে পু‌লিশ ও বি‌জি‌বি সদস্যরা।‌

এ বিষয়ে গণমাধ্যমকে জেলা পু‌লিশ সুপার মাশরুকুর রহমান খা‌লেদ জানান, এ ঘটনায় জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন