নাটোরের গুরুদাসপুরে ভুলক্রমে রয়েল এর পরিবর্তে ডার্বি সিগারেট দেওয়ায় বৃদ্ধ দোকানদারকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘনটায় বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ১১টার দিকে গুরুদাসপুর বাজারের দরিদ্র চা দোকানি রাই কিশোর কর্মকারের (৬৫) কাছে প্রতিবেশী নারায়ন চন্দ্র সরকারের ছেলে তুফান চন্দ্র (২৩) ও তার দুই বন্ধু সিগারেট কেনেন।
ভুলবশত দোকানী রয়েল সিগারেট না দিয়ে ডার্বি দেন। এতে ক্ষিপ্ত হয়ে তুফান ও তার বন্ধুরা বৃদ্ধকে গালাগাল ও মারধর করে। পরে প্রতিবেশীরা আহত বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নিয়ে যান।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, এ ব্যাপারে থানায় জিডি দায়ের হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।