নাটোরের বড়াইগ্রামে নানির বাসা থেকে ফেরার পথে অষ্টম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের আসামি মো. নাহিদ হাসান ওরফে নাজমুলকে (২৬) আটক করেছে র্যাব।
সোমবার কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম অভিযান পরিচালনা করে বড়াইগ্রাম থানার মহানন্দাগাছা টানপাড়া গ্রাম থেকে নাজমুলকে আটক করে।
কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, র্যাবের অভিযানকারী একটিদল বিশেষ তথ্যের ভিত্তিতে মামলার ২৪ ঘন্টার মধ্যে আসামিকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে নাহিদ হাসান ওরফে নাজমুল।