মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের পানিধার এলাকায় একটি ভাড়া বাসায় ‘অসামাজিক কার্যকলাপের’ অভিযোগে ৩ তরুণী ও ২ তরুণকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।
থানাপুলিশ সূত্রে জানা গেছে, পানিধার এলাকায় একটি বাসা ভাড়া এক নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার তরুণীদের দিয়ে অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নজরুল ইসলাম, এএসআই আব্দুল হালিম, এএসআই এরশাদ মিয়াসহ একদল পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই বাসায় অভিযান চালান। তখন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় পুলিশ ৩ তরুণী ও ২ তরুণকে আটক করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, অসামাজিকতার দায়ে ৩ তরুণী ও ২ তরুণকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।