নারায়ণগঞ্জ বন্দর কলাগাছিয়া ইউনিয়ন এলাকায় ছোট কাঁঠাল দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে বোনের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে কলাগাছিয়া ইউনিয়নের আইচতলা কলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মাফি বেগম (৬০)। তিনি কলাগাছিয়া ইউনিয়নের আইচতলা কলাবাগ এলাকার মৃত সৈয়দ আলীর মেয়ে।
এলাকাবাসী জানান, বিকালে মাফি বেগম কাঠাল নিয়ে রিকশা দিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। তখন তার চাচাতো ভাই আব্দুল আউয়াল একটি কাঠাল চান। তিনি একটি ছোট কাঠাল দেন। বড় কাঠাল না দেওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল আউয়াল তার সাথে থাকা লাঠি দিয়ে
বোনকে আঘাত করেন। এতে বোন মাফি রিকশা থেকে নিচে পড়ে গিয়ে তাৎক্ষণিক মারা যান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মহসীন জানান, স্থানীয়দের মাধ্যমে শুনেছি ভাইয়ের লাঠির আঘাতে নাকি মাফি বেগম মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত করার জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।