ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি বিয়ে নিয়ে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের ডালপা নামক এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান।
ওসি জানান, স্থানীয় বাসিন্দা খুরশিদ মিয়া কয়েকদিন আগে একই এলাকার দানু মিয়ার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেন। তবে এই বিয়েতে খুরশিদের অন্য ভাইয়েরা দ্বিমত পোষণ করেন। এ নিয়ে বিয়ের পর থেকে খুরশিদের ভাইদের মধ্যে মনোমালিন্য চলছিল।
এরই জেরে তাদের মধ্যে দুইটি পক্ষ তৈরি হয়। আক্তার মিয়া ও বকুল মিয়া দুই গ্রুপের নেতৃত্ব দেন। সোমবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এই ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান ওসি।
আহতদের মধ্যে আক্তার মিয়া গ্রুপের দুলাল (৫৫), নুরুজ্জামান (৪৫), লিটন মিয়া (৫৫), রজব আলি (৫০) এবং বকুল মিয়া গ্রুপের মো. আবু হানিফসহ (৪৫) অন্তত ১০ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।