English

19 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

বিয়ের গেটে ফিতা কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

- Advertisements -

ভোলার চরফ্যাশনে বিয়ের গেটে ফিতা কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বরসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা ইউনিয়নের ভূঁইয়ার হাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপরে ৪০ বরযাত্রী নিয়ে বউ আনতে ওই গ্রামে যান মো. মনির হোসেন (২৫)। গেটে ফিতা কাটার সময় কনেপক্ষের লোকজন পাঁচ হাজার টাকা দাবি করে। বরপক্ষ তিন হাজার টাকা দিলে উভয়পক্ষের মধ্যে বিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এতে মনির হোসেনসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর ১৪ জন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহত মনির হোসেন জানান, ১৫ দিন আগে আমাদের বিয়ে হয়। আজ নতুন বউকে নিয়ে আসার জন্য তাদের বাড়িতে এ অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে। আমাদের ১৫ জন আহত হয়েছেন।

কনের বাবা মো. নুরে আলম জানান, বরপক্ষের কিছু উশৃঙ্খল লোকজন গেটে আমাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

এ ব্যাপারে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, লোকমুখে শুনে খোঁজ-খবর নিয়েছি। কিন্তু কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন