English

17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

বাবুগঞ্জে মরা গরু জবাই দেওয়ায় অভিযাগে কসাইয়ের কারাদণ্ড

- Advertisements -

বরিশালের বাবুগঞ্জে মরা গরু জবাই করার অভিযোগে এক কসাইকে সাত দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে কারাদণ্ড ও জরিমানা করা হয় বলে ভ্রাম্যমান আদালতের হাকিম শাকিলা রহমান জানিয়েছেন। পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দন্ডিত কসাই আবুল কালাম তালুকদার বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের মৃত শামসুল হক তালুকদারের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার দিবাগত রাতে গৌরনদী উপজেলার নলচিড়া এলাকা থেকে একটি সুস্থ ও একটি অসুস্থ গরু মিনিট্রাকে করে আগরপুর বাজারের কসাই সেন্টু হাওলাদার নিয়ে আসেন। পথিমধ্যে অসুস্থ গরু মারা যায়। পরে সুস্থ গরু বাজারে রেখে মৃত গরুটি আগরপুর গ্রামের সোহান ফকিরের বাড়িতে নিয়ে জবাই করা হয়। প্রতিবেশিরা টের পেয়ে বাড়িতে অবস্থান নেয়।
প্রথমে পুলিশকে অবহিত করা হয়। তারা ব্যবস্থা না নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন প্রতিবেশিরা। তার নির্দেশ পেয়ে পুলিশ এসে জবাই করা গরু উদ্ধার ও একজনকে আটক করেছে।

ভ্রাম্যমান আদালতের হাকিম বাবুগঞ্জ উপজেলা নির্বাহী শাকিলা রহমান বলেন, বুধবার গভীর রাতে স্থানীয়দের কাছ থেকে ওই কসাইয়ের বিরুদ্ধে মরা গরু জবাই দেওয়ার অভিযোগ পাওয়া যায়।

অভিযোরে ভিত্তিতে পুলিশ জবাই দেওয়া গরুসহ কসাইকে আটক করে। জবাই দেওয়া গরু মৃত ছিলো কিনা নিশ্চিত হওয়ার জন্য মাংস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আপাতত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে গরু জবাই দেওয়ার অভিযোগে কসাইকে সাত দিনের কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জবাই করা পশুর মাংস বিনষ্ট করার জন্য উপজেলা পশু সম্পদ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।বাবুগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার সরকার বলেন, পরীক্ষার প্রতিবেদন পেলে বলতে পারবো গরু মরা ছিলো কিনা।

তবে আশেপাশের ও প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে ধারণা করা হচ্ছে, গরুটি মরা ছিল। অসুস্থ গরু জবাই দেওয়াও অপরাধ। তাই গরুর মাংস উদ্ধার করে কেরোসিন দিয়ে নির্জন স্থানে পুতে ফেলা হয়েছে।

বাবুগঞ্জের আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিৎ চন্দ্র শীল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জবাই দেওয়া গরুসহ একজনকে আটক করা হয়। সকালে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের সাজা পরোয়ানায় দন্ডিত কসাই আবুল কালাম তালুকদারকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন