English

20 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
- Advertisement -

বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

- Advertisements -

বাগেরহাটের শরণখোলা উপজেলার পল্লীতে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এ অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক ফয়জুল ইসলাম ওরফে মিজানকে গ্রেফতার করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে ধর্ষণের শিকার ওই কিশোরীকে শুক্রবার দুপুরে ডাক্তারি পরিক্ষার জন্য বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে সম্পন্ন হয়েছে।

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, উপজেলার সোনাতলা গ্রামের একটি জেলে পরিবারের গৃহকর্তা ২৩ সেপ্টেম্বর সুন্দরবনে মাছ ধরতে যায়। গৃহবধূ তার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে রেখে ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য খুলনায় যান।

এই সুযোগে গত ২৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রতিবেশী আলী আকবর বুলুর ছেলে ফয়জুল ইসলাম মিজান ওই কিশোরীকে ধর্ষণ করে। খুলনা থেকে তার মা বাড়িতে আসলে কিশোরী ধর্ষণের কথা খুলে বলে। ঘটনা শুনে কিশোরীর মা শরনখোলা থানায় মামলা করলে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে আসামি ফয়জুল ইসলামকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ করার বিষয়টি শিকার করেছে। ফয়জুল ইসলামকে শুক্রবার সকালে আদালতে পাঠালে বিচারত তাকে কারাগারে প্রেরণ করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন