বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অর্থ সাহায্যের কথা বলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম আজাদ নামে গ্রাম পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
আবুল কালাম উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বাসিন্দা। ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে গত সোমবার বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীরর মা।
স্থানীয় সূত্রে জানা গেছে, অর্থ সাহায্য দেওয়ার কথা বলে আবুল কালাম আজাদ ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। গত রোববারও ওই কিশোরীকে ধর্ষণ করলে বিষয়টি ওই কিশোরী তার মাকে জানায়। পরে থানায় মামলা দায়ের করেন কিশোরীর মা।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিত কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।