English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

- Advertisements -

নাটোর শহরে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গোপাল দাস (৩১) নামে এক স্বর্ণকারকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।

এর আগে সোমবার রাতে নিজ বাসা থেকে নাটোর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার গোপাল দাস নাটোর পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ চৌকির পাড় এলাকার মৃত প্রদীপ কুমার দাসের ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত গোপাল দাসের একসময় স্বর্ণকারপট্টিতে ‘প্রদীপ নাকফুল ঘর’ নামে একটি স্বর্ণের দোকান ছিল। ভিকটিমের স্বামী তার বন্ধু। তিনিও তার সঙ্গে স্বর্ণের কাজ করতেন এবং একই এলাকায় বাস করেন। সেই সুবাদে তাদের উভয়ের বাড়িতে সবসময় যাতায়াত আছে।

সোমবার সন্ধ্যায় পারিবারিক অনুষ্ঠানের জন্য রান্নার বড় পাতিল আনার কথা বলে গোপাল ভিকটিমের বাসায় যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকায় গোপাল দাস তার বন্ধুর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। চলে যাওয়ার সময় বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে যায় সে।

পরে বিষয়টি গৃহবধূর স্বামী ও পরিবারের অন্য সদস্যরা জানলে রাতেই নাটোর সদর থানায় গোপাল দাসকে আসামি করে মামলা করেন গৃহবধূ।

এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মো. নাছিম আহমেদ বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযুক্ত গোপাল দাসকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাকে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন