English

22 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

বন্ধুর মাথায় ডিম ভেঙে জন্মদিন পালন, আটক ৬

- Advertisements -
Advertisements

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক স্কুলছাত্রকে খুঁটির সঙ্গে বেঁধে পচা ডিম, আটা-ময়দা মেখে জন্মদিন পালন করেছে তার বন্ধুরা। পরে এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার জর্জ একাডেমি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও আটককৃতরা একই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ও তারা সবাই বন্ধু।

Advertisements

জানা গেছে, উপজেলার অডিটোরিয়ামের সামনের একটি পুরাতন ভবনের খুঁটির সঙ্গে বেঁধে ভুক্তভোগী স্কুলছাত্রের মাথায় ৫০টি ডিম ভেঙে জন্মদিন পালন করে তার বন্ধুরা। এ সময় তারা ভু্ক্তভোগী ছাত্রের গায়ে আটা, কাদা মাখিয়ে উল্লাস করে। পরে এ সংবাদ পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। একই সঙ্গে ছয় বন্ধুকে আটক করে থানায় নিয়ে যায়।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মামুন ইসলাম বলেন, এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ছয়জনকে থানায় নিয়ে আসা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন