বগুড়া সদর থানার অন্তর্গত উপশহর পুলিশ ফাঁড়ির অভিযানে ২০টি ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম রাকিব হাসান (২৪)। সে বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের ধরমপুর পশ্চিমপাড়া এলাকার ফিরোজ আহমেদ এর পুত্র বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫-০৪-২১) রাত্রি আনুমানিক ৯ ঘটিকার সময় উপশহর ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) নান্নু মিয়ার নেতৃত্বে এস আই আব্দুর রহিম, এস আই ফজলে ইলাহী, এএসআই আব্দুস সালাম, এএসআই কাওসার সহ একদল পুলিশ বারপুর পাচঁবাড়িয়া মোড় এলাকায় অভিযান চালায়।
এসময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রির জন্য মাদক ব্যবসায়ী রাকিব অপেক্ষা করছিলো। তখন সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশী করে শরীরের মধ্য বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো। এব্যাপারে উপশহর ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) নান্নু মিয়া বলেন,” জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীদের অনেকে ধরণ ও রুপরেখা পাল্টালেও তাদের পুলিশের হাত থেকে রেহায় নেই। যারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হবে তাদের শেষ জায়গা হবে জেলখানা।”