বগুড়ায় সন্ত্রাসীদের গুলিতে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান ওরফে অরেঞ্জ (২৫) ও তার বন্ধু আপেল (২৪)।
রোববার রাত ৮টার দিকে শহরের মালগ্রাম ডাবতলায় এ ঘটনা ঘটে। তবে কারা কী কারণে তাদের ওপর হামলা করেছে তা জানা যায়নি।
আহত দু’বন্ধুকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অরেন্জের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ এ নিশ্চিত করেন।