বগুড়ায় এ্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১২ কর্তৃক ৪৭৬ বোতল ফেনসিডিলসহ ২ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা যায়, র্যাব-১২ বগুড়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১১ টা ৫০ মিনিটে বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ী বাসস্ট্যান্ড মসজিদ মার্কেট সংলগ্ন পশ্চিম পার্শ্বে বগুড়া- ঢাকা মহাসড়কের উপর এক মাদক বিরোধী অভিযান চালানো হয়।
এসময় প্রাপ্ত নিশ্চিত গোপন সংবাদের মাদকের চালানের ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি জব্দ করে তল্লাশী করলে ভিতরে ৪৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক চোরাচালান সংশ্লিষ্ট থাকার অভিযোগে সাতক্ষীরা কলারোয়া উপজেলার দক্ষিন ভাদিয়ালী গ্রামের মৃত- নজরুল ইসলামের পুত্র কারিমুল ইসলাম (৩৮) ও ময়মনসিংহ ফুলপুর উপজেলার বাড়ীপাকু গ্রামের মৃত জহুরুল ইসলামের পুত্র রাসেল মিয়া (২২) কে আটক করে র্যাব।
এছাড়া তাহাদের হেফাজত থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, নগদ- ৩,৪৩৯ টাকা এবং মাদক কাজে সরবরাহ করা ১টি ট্রাক (যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ট-১৮-৭৪৬৪) জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজুসহ উদ্ধারকৃত আলামত জব্দ করে বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।