বগুড়ায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল ঘোষ (২৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে শহরের নিশ্চিন্তপুর ২য় বাইপাস এলাকায় ফাতেমা ফিলিং স্টেশনের পাশে তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। সজল ঘোষ বগুড়া শহরের রহমান নগর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সজল ঘোষ রহমান নগরবাড়ি থেকে বেড়াতে বের হন। সন্ধ্যা ৬টার পর সজল ঘোষ শহরের নিশ্চিন্তপুর ২য় বাইপাস এলাকায় যান। সেখানে ফাতেমা ফিলিং স্টেশনের পাশে কয়েকজন দুর্বৃত্ত তাকে ৩টি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, সজল বগুড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব রয়েছেন। দুর্বৃত্তদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।