English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

বগুড়ার মহাস্থানে ২ পেশাদার ছাগল চোর অটোভ্যানসহ জনতা কর্তৃক আটক

- Advertisements -

বগুড়ার মহাস্থানে ২ পেশাদার ছাগল চোর অটোভ্যানসহ জনতা কর্তৃক আটক করে পুলিশে দেয়া হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ১২ অক্টোবর বিকাল ৪টায়, গড়-মহাস্থান ঈদগাহ মাঠের পাশে শালবাগন নামক এলাকায় ২ চোর একটি ছাগল বিক্রি করতে আসে।

এসময় তাদের গতিবিধি এলাকাবাসীর কাছে সন্দেহ হয়। ছাগলটি কার এবং তাদের বাড়ি কোথায় জানতে চাইলে ২ চোরের কথায় রহস্যজনক মনে হলে এলাকাবাসী তাদের আটক করে।

পরে তাদের উত্তম-মধ্যম দিলে একপর্যায়ে তারা গোবিন্দগঞ্জ জেলার ভাগগাড়ি গ্রামের একটি মাঠে বাঁধারত এই ছাগলটি তারা চুরি করে এনেছে বলে জানায়। পরে তাদের আটক করে শিবগঞ্জ থানা পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে তাদের আটক করে থানায় নেয়।

আটককৃতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউপি দামগাছা গ্রামের আবু ছাইদের পুত্র সুলতান রহমান (২৮) ও একই এলাকার বাসিন্দা ছাইমুদ্দিন এর পুত্র একরামুল হোসেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার এসআই স্বপন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ১টি চোরা ছাগল ও অটোভ্যান উদ্ধার পূর্বক ২ চোরকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন