বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি,বগুড়ার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৩৫(পঁয়ত্রিশ)বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোটরবাইক(স্কুটি)র আরোহীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ইং-০৯/০৩/২০২১ তারিখ রাত্রি ২০.৩০ ঘটিকার সময় বগুড়া শাজাহানপুর থানাধীন চকলোকমান মৌজাস্থ আর্ট কলেজ রোডের পার্শ্বে অবস্থিত জনৈক মোঃ পুটু চৌধুরীর‘মরিয়ম মঞ্জিল’নামীয় বাড়ির পেছনের কাঁচা রাস্তার উপর হইতে একটি ব্যাটারিচালিত মোটরবাইক(স্কুটি)’র পা রাখার সমতল জায়গায় রাখা একটি কালো রংয়ের অফিসিয়াল সাইড ব্যাগের মধ্যে রক্ষিত ৩৫(পঁয়ত্রিশ)বোতল ফেন্সিডিলসহ স্কুটির আরোহী আসামী ১. মোঃ মমিন উদ্দিন ওরফে জাহিদ(৩৮), পিতা-মোঃ বাবু আল –মাসুদ, সাং-ছোট নওগাঁ কাজীরহাট, থানা-আমিনপুর, জেলা-পাবনা; এপি শ্বশুর-মোঃ শহিদুল ইসলাম, সাং-চকলোকমান নতুন পাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক কৃত মোটরবাইক(স্কুটি) ডিবি, বগুড়ার হেফাজতে রয়েছে।