বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা (বিপিএম বার) এর সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ওসি) ডিবি আছলাম আলী (পিপিএম) এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার পৃথক মাদক বিরোধী অভিযানে বগুড়া সদর ও নন্দীগ্রামে অভিয়ান চালিয়ে ১৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দ সূত্রে জানা যায়, ডিবি বগুড়ার একটি টিম গতকাল (২৯আগস্ট) শনিবার, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ আসামী আইনুল হক (৩০), আটক করা হয়।
তার পিতার নাম নাজির হোসেন, গ্রাম-ওমরপুর বিষ্ণুপুর, উপজেলা/থানা- নন্দীগ্রাম। অন্যদিকে ডিবি বগুড়ার অপর একটি চৌকস টিম আজ (৩০আগস্ট) রবিবার সকাল সাড়ে ১১টায় বগুড়া সদরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুলের প্রধান গেটের সামনে অভিযান পরিচালনা করে ১৭০০ পিস ইয়াবাসহ মাহাবুব প্রাং(৪৫) তার পিতা-মৃত নয়া মিয়া, সাং-জয়বাংলা বাজার, থানা-কাউনিয়া, জেলা-রংপুর, এপি/নারুলী উত্তর পাড়া, বগুড়া সদর, সোহাগ (২৮), তার পিতার নাম মৃত বাবলা মিয়া ও সোহান হোসেন ওরফে তুহিন(২০), তার পিতা-মৃত দুলাল হোসেন, উভয় সাং- বগুড়া সদরের বাদুলতলা তিব্বতের মোড়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর ও নন্দীগ্রাম থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য যে, আসামী সোহাগের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন