বগুড়ার শেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার দশমাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আল মামুন শেরপুর উপজেলার কালশিমাটি উত্তর পাড়া গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে। তিনি গাড়িদহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, গত ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির ব্যানারে ছাত্রদল নেতা রিফাত সরকার আন্দোলনে অংশ নেয়। এসময় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতাকর্মী তাদের উপর হামলা করে। হামলায় ছাত্রদল নেতা রিফাত সরকার গুরুত্বর আহত হন। পরে গত ১ নভেম্বর রিফাত সরকার বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশ।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।