বগুড়ায় আবাসিক হোটেলে ২ লাখ ৮৭ হাজার জাল টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বিকেলে শহরের থানা মোড়ে আকবরিয়া আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- পটুয়াখালী জেলার মৃত ইলেম উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার মৃধা (৫০), ব্রাক্ষণবাড়িয়া জেলার মৃত আলফু মিয়ার ছেলে শাহিন মিয়া (৪২), পিরোজপুর জেলার মৃত আক্তার মোল্লার ছেলে রনি মোল্লা (২২) ও মৃত আতাব মিয়ার ছেলে মোবারক মিয়া (৪৩)।
র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, গ্রেফতার চারজন চট্টগ্রাম থেকে ৬০ হাজার টাকা চুক্তিতে ৩ লাখ টাকার জাল নোট ক্রয় করেন। বগুড়া এসে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে অল্প দামে কিছু কেনাকাটার পর জাল নোট ব্যবহার করে আসল টাকা হাতিয়ে নিতেন।
এভাবে তিন লাখ টাকার জাল নোটের বিনিময়ে অন্তত আসল দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই চারজনকে গ্রেফতার করা হয়।