English

23 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

বগুড়ায় জামাতার হাতে শাশুড়ি খুন

- Advertisements -

বগুড়ার আদমদীঘিতে মেয়ে-জামাতার ঝগড়া থামাতে গিয়ে শাশুড়ি প্রাণ হারিয়েছেন। বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার মিতইল গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, প্রায় তিন বছর আগে জোবেদার মেয়ে সালেহার সঙ্গে একই গ্রামের রাসেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে রাসেল স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। বিভিন্ন সময় ব্যবসার কথা বলে রাসেল শাশুড়ির কাছে টাকা দাবি করতেন। টাকা না পেলে মারপিট করতেন স্ত্রীকে।

সম্প্রতি তিনি শাশুড়ির কাছে জমি বিক্রি করে মোটা অঙ্কের টাকা দাবি করেন। বুধবার বিকেলে এ নিয়ে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান রাসেল। একপর্যায়ে স্ত্রী সালেহাকে মারপিট শুরু করলে শাশুড়ি জোবেদা মেয়েকে রক্ষায় এগিয়ে আসেন। এসময় রাসেল হাতে থাকা লোহার বেড়ি দিয়ে জোবেদাকে আঘাত করলে বেড়ির ধারালো অংশ তার গলায় ঢুকে যায়! গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্ত্তী জানান, রাতেই নিহত জোবেদার ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পলাতক রাসেলকে গ্রেফতারে অভিযানও শুরু হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন