English

22 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

বগুড়ায় একাধিক মামলার আসামি গ্রেফতার

- Advertisements -

বগুড়ার শাজাহানপুরে হত্যা, মাদক, অস্ত্র, দ্রুত বিচার আইনসহ একডজন মামলার আসামি সাগর হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত সাগর হোসেন উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল গ্রামের গোলাম মোস্তফার ছেলে। মঙ্গলবার দুুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, হত্যা, চাঁদাবাজি, মাদকসহ নানা রকম অপরাধ করে সাগর শাবরুল এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। সর্বশেষ সে ওই এলাকায় জমি চাষ দেয়ার ট্রাক্টর চালক ও কৃষকদের কাছ থেকে চাঁদা আদায় করছিল।

থানার অফিসার ইনচার্জ আমবার হোসেন জানান শাবরুল এলাকার কুখ্যাত সন্ত্রাসী সাগর হোসেন। সে ওই এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা ফোরকান হত্যা মামলার ওয়ারেণ্টভুক্ত আসামি ছিল। গত সোমবার দিবাগত ভোর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, সাগরের বিরুদ্ধে ৩টি হত্যা, ৩টি মাদক, দ্রুত বিচার, অস্ত্র ও মারামারিসহ মোট বারটি মামলা রয়েছে। এসব মামলায় সে জামিনে রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

পদত্যাগে প্রস্তুত জেলেনস্কি

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন