ফেনীর ছাগলনাইয়া উপজেলা শুভপুর ইউনিয়ন থেকে বিবি হাজেরা (৫৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাতে পুলিশ শুভপুর ইউনিয়নের দক্ষিণ বল্লভপুর গ্রামে অভিযান চালিয়ে মাক্কু সওদাগর বাড়ি থেকে গাঁজা ও চোলাই মদসহ তাকে আটক করে। হাজেরা স্থানীয় আবদুল শুক্কুরের স্ত্রী।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশ হাজেরার কাছ থেকে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। অভিযান পরিচালনা করেন পুলিশের উপ-পরিদর্শক মহিম উদ্দিন।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম বলেন, নারী মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়েছে।