বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ঘুমাতে না যাওয়ার অজুহাতে নিজ মেয়েকে (৮) চাপাতি দিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।
শুক্রবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহত শিশুটির নাম নুসরাত। তিনি দড়ির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
আহত শিশুর ফুফু কল্পনা বেগম বলেন, নুসরাতের বাবা ইউসুফ কাজী ঢাকা প্যাকেজিংয়ের কাজ করেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে সালাম নামে এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন নুসরাতের মা সীমা আক্তার। এর জের ধরেই ঘুমাতে না যাওয়ার ঠুনকো অজুহাতে নুসরাতকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালান সীমা।
এদিকে সংবাদ পেয়ে শিশু নুসরাতকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। পরে সন্ধ্যায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে নুসরাত।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. মো. তানিম বলেন, আহত শিশুটি এখনো শঙ্কামুক্ত নয়। ১৬টি সেলাই লেগেছে। গলায় ধারালো অস্ত্রের আঘাত থাকায় বিষয়টি খুব কেয়ারফুলি দেখছি আমরা।
মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এই বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।