বরগুনার তালতলীতে জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে আবু কালাম চৌকিদার (৬০) নামের এক ব্যক্তিকে মারধর করে দুটি দাঁত ও কামড়ে কান কেটে ফেলেছে প্রতিপক্ষ। এ সময় তাঁর স্ত্রী শাহানা বেগমকেও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। আজ শুক্রবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার পাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মতো আবু কালাম চৌকিদার নিজ জমিতে রোপণকৃত বোরো ধানের পরিচর্যা ও ওষুধ দিতে যান।
এ সময় জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী রাসেল, গনি ও আলমগীরসহ ৭ থেকে ৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে পেছন থেকে তাঁর ওর হামলা চালায় ও মারধর করে। এতে আবু কালামের ২টি দাঁত পড়ে যায় এবং কামড়ে কান কেটে ফেলা হয়।
আবু কালামের চিৎকারে তাঁর স্ত্রী শাহানা বেগম এসে বাধা দিলে তাঁকেও পিটিয়ৈ আহত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে তালতলীতে হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
আবু কালামের ছেলে আরিফ মুঠোফোনে বলেন, আমাদের প্রতিবেশী রাসেলের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে। তারই জের ধরে আমার বাবাকে মারধর করে দুটি দাঁত ও কামড়ে কান কেটে ফেলেছে রাসেল বাহিনী। একই সঙ্গে আমার মাকেও পিটিয়ে আহত করেছে।
অভিযুক্ত রাসেলের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।