পিরোজপুরে ছেলের নির্যাতন সইতে না পেরে তাকে পুলিশে দিয়েছেন ববা। শুক্রবার (২৭মে) দুপুরে উপজেলার ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছেলের নাম অমিত শীল (২৫)। তিনি ইন্দুরকানী বাজারের নরসুন্দর অমল চন্দ্র শীলের ছেলে, পেশায় সেলুন ব্যবসায়ী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্দুরকানী বাজারে পিতা অমল শীলের (৬০) সঙ্গে একই দোকানে নরসুন্দরের কাজ করেন ছেলে অমিত। কিন্তু প্রায়ই নেশাগ্রস্ত হয়ে সামান্য কারণে বাবা-মাকে শারীরিক নির্যাতন করতেন।
ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. এনামুল হক বলেন, শুক্রবার ইন্দুরকানীতে সাপ্তাহিক বাজারের দিন থাকায় দোকানে কাজের চাপ বেশি ছিল। এ জন্য ছেলে অমিত শীলকে দোকানে কাজ করতে বলেন অমল শীল। এতে অমিত বাবার দিকে চাকু নিয়ে তেড়ে যায় এবং গলা ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেন।
অমল শীলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি নির্যাতনের বর্ণনা দিয়ে কেঁদে ফেলেন। বলেন, ছেলের নির্যাতন থেকে আমি ও আমার স্ত্রী বাঁচতে চাই। তাই বাধ্য হয়ে তাকে (অমিত) পুলিশের হাতে তুলে দিয়েছি।