কিশোরগঞ্জের নিকলীতে এক বাকপ্রতিবন্ধী (২৮) নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় একই গ্রামের সাগর মিয়াকে (৩৮) আসামি করে ওই নারীর বাবা থানায় একটি নারী নির্যাতন আইনে মামলা করেছেন। আজ সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।
আসামি সাগর নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়া গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রতিবেশী নূরু মিয়ার বাড়িতে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন ওই নারী। ফেরার পথে অভিযুক্ত সাগর মিয়ার বাড়ির টিউবওয়েলে হাত-মুখ ধুতে গেলে বাকপ্রতিবন্ধী ওই নারীকে মুখ চেপে ধরে ধর্ষণ করে সাগর। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে ধর্ষণকারী সাগর পালিয়ে যায়।
নিকলী থানার ওসি শামসুল আলম সিদ্দিকী বলেন, মামলা হওয়ার পর থেকে আসামি সাগরকে গ্রেফতার করতে কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। তাকে পাওয়া যায়নি। তবে অভিযান অব্যাহত থাকবে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন