নারায়ণগঞ্জের রূপগঞ্জে মমতাজ বেগম (৩৮) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তারাব পৌরসভার মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।
পরে এ ঘটনায় গৃহবধূর স্বামী রঞ্জু মিয়াকে আটক করে পুলিশ। নিহত গৃহবধূ মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গাঁওদিয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে। তারা স্বামী-স্ত্রী উপজেলার মাসাব এলাকার মজিবরের বাড়ির ভাড়াটিয়া ছিল জানা গেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে মাসাবো এলাকা থেকে মমতাজ নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী এ ঘটনায় স্বামী রঞ্জু মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকী ঘটনা তদন্তের পর জানা যাবে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন