নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ২৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ফতুল্লার পাগলা দৌলতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নিকট থেকে ২৫ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন ও গাঁজা পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল মিটার মেশিন উদ্ধার করা হয়। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ধামালিয়ার বেপারী বাড়ির মৃত ওয়াজউদ্দিনের ছেলে ও ফতুল্লা থানার পাগলা কুতুবপুর দৌলতপুরের হালিম মিয়ার ভাড়াটিয়া মো. ইসমাইল।
ফতুল্লা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৫টায় পাগলা দৌলতপুরস্থ হালিম মিয়ার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক প্লাস্টিকের বস্তায় রাখা ২৫ কেজি গাঁজাসহ মালামাল পরিমাপের একটি ডিজিটাল মিটার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী স্থান থেকে মাদক এনে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।