নড়াইলে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার গভীর রাতে সদরের তুলারামপুর ইউনিয়নের বেতেঙ্গা ও তুলারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সদর উপজেলার তুলরামপুর ব্রিজের পূর্ব পাশ থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দু’জনের পরিচয় মিলেছে। তারা হলো বগুড়া জেলার শিবগঞ্জ এলাকার নুরুন্নবী ও দুলাল।
স্থানীয়রা জানান, গত ৫ মাসে পূর্ব ও দক্ষিণ তুলারামপুর, আবাদ, দুবাজুড়ি গ্রাম থেকে ২৮টি গরু চুরির ঘটনা ঘটনা ঘটেছে যার মূল্য কমপক্ষে ৩০ লাখ টাকা।
জানা যায়, পূর্ব তুলারামপুর গ্রামের কলেজ শিক্ষক রেজাউল তরফদারের ২টি, আব্দুর রহিমের ৪টি, ফয়জুর মোল্যার ৪টি, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের ২টি, আবাদ গ্রামের প্রশান্ত বিশ্বাসের ৪টি, দক্ষিণ তুলারামপুর গ্রামের শামিম সিকদারের ২টি, ফকরুজ্জমান মোল্যার ৩টি, নিজামউদ্দিন মোল্যার ১টি, আলমগীর মোল্যার ১টি এবং পার্শ্ববর্তী দুর্বাজুড়ি গ্রাম থেকে ২ জনের ৫টি গরু চুরি হয়।
কলেজ শিক্ষক রেজাউল তরফদার জানান, গত ৫ মাস আগে তার প্রথম গরু চুরি হয়। এ সময় দুর্বৃত্তরা আমাদের স্প্রে-এর মাধ্যমে অজ্ঞান করে ২টি বড় গরু নিয়ে যায়। এভাবে অধিকাংশ বাড়িতেই তারা স্প্রে করে গরু চুরি করছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, স্থানীয়রা জানিয়েছেন কয়েক গ্রামের ২-৩ হাজার মানুষ জড়ো হয়ে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে। ২ জনের নাম পাওয়া গেছে। তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায়। আশা করছি খুব শীঘ্রই পুরোপুরিভাবে ৩ জনের নাম-ঠিকানা পেয়ে যাব। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটা খোঁজ-খবর নেওয়া হচ্ছে। নিহতদের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।