English

17 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১২, ২০২৫
- Advertisement -

নওগাঁর সাপাহারে নারী ছিনতাইকারী আটক

- Advertisements -

নওগাঁর সাপাহারে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার পথে আনজুয়ারা নামে গৃহিনীর কাছ থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় নাসিমা (৩০) নামে এক নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনগন।

আটক নাসিমা পত্নীতলা উপজেলার নজিপুর সদরের বুলুর মেয়ে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে পৌনে ৪ টায় উপজেলার জিরো পয়েন্ট এলাকায় সব সময় ভিড় হয়।এই ভিড়কে কাজে লাগিয়ে কিছু সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্র এমন ঘটনা ঘটাচ্ছে। আগেও দুইবার ছিনতাইকারী চক্রের মহিলাদের ধরে পুলিশে সোপর্দ করা হয়।

সাপাহার থানার তদন্ত (ওসি) আল মাহমুদ জানান, আনজুয়ারা নামে এক মহিলা আজ দুপুরের পর ইসলামী ব্যাংক সাপাহার শাখা হইতে ৩ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন অটোযোগে বাড়িতে রওনা দেবার সময় ২ জন বোরখা পরিহিত মহিলা খঞ্জনপুর যাবে বলে ওই অটোতে ওঠে। পরে ছিনতাইকারী মহিলা দ্বয় খঞ্জনপুর মোড়ে নেমে যায়।

আনজুয়ারা বাড়ীতে গিয়ে ব্যাগ কাটা দেখতে পেয়ে আবার দ্রুত খঞ্জনপুর মোড়ে ফেরত আসে। স্থানীয়দের ওই মহিলাদের সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বলেন, মহিলা দুজন পাগলার মোড় এলাকার দিকে গেছে। দ্রুত আনজুয়ারার অবিভাবকরা মোটরসাইকেল যোগে উপজেলার পাগলার মোড়ে গিয়ে জানতে পারেন ছিনতাইকারীরা স্থানীয় একজনের ভ্যান যোগে সাপাহার সদরের দিকে এসেছে।

এসময় স্থানীয় একজন ব্যক্তি ভ্যান ওয়ালাকে ফোন দিয়ে মহিলাদেরকে আটকে রাখতে বললে ভ্যানওয়ালা জিরোপয়েন্ট এলাকায় তাদের আটকানোর চেষ্টা করে।

এসময় তারা দৌড়ে লাবনী সুপার মার্কেটে গণশৌচাগারে যায়। সেখান হতে স্থানীয় জনতা নাসিমাকে ৩ লাখ ৩৯ হাজার টাকা সহ আটক করে পুলিশে সোপর্দ করলেও তার সাথে থাকা অপর ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

তিনি আরোও জানান, ছিনতাইকারী মহিলাকে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা। এ সময় ৩ লক্ষ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়। মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন