বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায় দেবরের ডায়াগনস্টিক সেন্টারে রোগীর সঙ্গে প্রতারণা করায় ভুয়া ডাক্তার মুনতাকা দিলশান ঝুমা নামে এক নারীকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুননবী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে উপজেলার উলানিয়া বাজারে এ ঘটনা ঘটে। তবে এই ডায়াগনস্টিক সেন্টারের মালিক মারুফ হোসেনের ভাইয়ের স্ত্রী দিলশান ঝুমা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুননবী জানান, আজ মঙ্গলবার দুপুরে সান্তনা ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল অফিসার পরিচয়ে মুনতাকা দিলশান ঝুমা নামে একজন রোগী দেখছিলেন। এ খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তিনি ডাক্তারের কোনো সনদপত্র দেখাতে পারেননি। এ জন্য তাকে এক লাখ টাকা জরিমানা করে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। তবে এই ডায়াগনস্টিক সেন্টারকে দেড় মাস আগে বৈধ কাগজ না থাকার কারণে সিলগালা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইয়েদ মো. আমারুল্লাহ।