English

18 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

দিনেদুপুরে স্কুলছাত্রীকে গলাকাটার চেষ্টা

- Advertisements -

নোয়াখালীর সদর উপজেলায় দিনেদুপুরে এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিনোদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী স্থানীয় নলপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাহিদ হাসান রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক শিশুকে বিকেলে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তার গলায় ভোতা চুরি দিয়ে জবাই করার মতো চিহ্ন রয়েছে। এতে ওই শিশুর গলায় তিন ইঞ্চি লম্বা ও আধা ইঞ্চি গর্তের মতো আঘাত পাওয়া গেছে। তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, নলপুর উচ্চ বিদ্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় তা বন্ধের জন্য বিভিন্ন মহলে অভিযোগ করায় বখাটেরা এ ঘটনা ঘটাতে পারে।

ভুক্তভোগী স্কুলছাত্রী বলে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে একা পেয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় এসে এক তার যুবক গলায় ছুরি চালায়। তার পরনে শার্ট-প্যান্ট ছিল। চুল অনেক লম্বা এবং চোখ দুটো বিড়ালের মতো সাদা।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় খোঁজ-খবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নোয়াখালীতে গত ২২ সেপ্টেম্বর গলাকেটে অদিতা নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে হত্যার চারদিনের মাথায় আরেক ছাত্রীকে হত্যাচেষ্টার চেষ্টার খবরে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন