English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

দিনাজপুরের ঘোড়াঘাটে পাষণ্ড মামার ধর্ষণচেষ্টায় রক্তাক্ত তিন বছরের শিশু!

- Advertisements -

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে লাল মিয়া (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার লাল মিয়া সম্পর্কে ভূক্তভোগী শিশুর মামা। লাল মিয়া ঘোড়াঘাট উপজেলার মগলিশপুর পূর্বপাড়ার মৃত নইমুদ্দিনের ছেলে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ধর্ষণচেষ্টার শিকার শিশুর চাচা মীর হোসেন বাদী হয়ে লাল মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

জানা গেছে, বাবা-মা ঢাকায় গার্মেন্টে চাকরি করার কারণে শিশুটি নানির কাছে থাকে। রবিবার দুপুর দেড়টায় মামা লাল মিয়া বাড়ির পাশে সরিষার ক্ষেতে আদর করার ছলে ধর্ষণচেষ্টা করে। এতে শিশুটি কান্না করে পালানোর চেষ্টা করলে লাল মিয়া শিশুকে মারধর করে। পরে শিশুটি বাড়ি ফিরলে শিশুটির পরনের কাপড় এবং শরীরের বিভিন্ন অঙ্গ রক্তে ভেজা দেখেন তার নানী। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা লাল মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ধর্ষণচেষ্টার শিকার শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকাবাসী অভিযুক্ত পাষন্ড মামা লাল মিয়াকে আটক করে থানায় সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের দোষ স্বীকার করেছেন। মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন