English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

দানবাক্সের টাকা চুরি: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

- Advertisements -

দানবাক্সের টাকা চুরির ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। একই ঘটনায় ওই চেয়ারম্যানের ভাতিজাসহ আরও চার জনকে আসামি করা হয়েছে।

চুরির ঘটনাটি ঘটেছে কুমিল্লায় দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তরপাড়া ‘দয়াল বাবা ফজলু শাহ খানকা শরিফে’।

আসামিরা হলেন- দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, উপজেলার ফতেহাবাদ গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে বিল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুলের ভাতিজা সজিব মিয়াসহ অজ্ঞাত আরও দুইজন।

গত ৪ অক্টোবর ওই খানকা শরিফের খাদেম জহিরুল ইসলাম বাদী হয়ে কুমিল্লার আদালতে এ মামলাটি করেন। অভিযোগ আমলে নিয়ে আদালত জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের ভার দেন।

আদালতে মামলার বাদী জহিরুল ইসলাম জানান, গত ৩০ সেপ্টেম্বর ভোরে উপজেলার গুনাইঘর উত্তরপাড়া দয়াল বাবা ফজলু শাহ খানকা শরিফে মুখোশধারী তিন ব্যক্তি ঢুকেন। ওই মুখোশধারীরা দান বাক্সের টাকা চুরি করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ঘটনা আঁচ করতে পেরে বিল্লাল হোসেন (৩৩) নামে একজনকে ধরে ফেলে।

এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান বিল্লালকে নিজ জিম্মায় নিয়ে বিষয়টি সমাধান না করেই ছেড়ে দেন। এ ঘটনার প্রতিবাদ করলে চেয়ারম্যান অফিসের (খাদেম জহিরকে) বারান্দায় তাকে বেঁধে নির্যাতন করা হয়, এ বিষয়ে গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকবল হোসেন মুকুলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মামলার সত্যতা স্বীকার করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জানান, চুরির বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন