English

17 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
- Advertisement -

থানার সাবেক ওসিকে সড়কে ফেলে পিটুনি

- Advertisements -

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে মারধর করে পুলিশে সোপর্দ করলেন স্থানীয় জনতা। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে আসেন নেজাম উদ্দীন। এ সময় বিক্ষুব্ধ স্থানীয় জনতা তাকে সড়কে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং কলার ধরে টেনে-হিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। তার বিরুদ্ধে মহানগরের বিভিন্ন থানায় ওসি থাকাকালীন নির্যাতনের অভিযোগ ছিল।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘নেজাম উদ্দীনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।’

এদিকে, মোহাম্মদ নেজাম উদ্দীনকে আটক হওয়ার পর সংবাদ ছড়িয়ে পড়লে থানায় মানুষের ভিড় করতে শুরু করে। থানার সামনে স্থানীয় বিএনপির একাধিক নেতা নেজামের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। নেজামের নির্যাতনের শিকার একাধিক মানুষও ভিড় করছে।

নেজাম উদ্দিন সবশেষ কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দায়িত্ব পালন করেন।  এর আগে নগরের কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট থানায় ওসির দায়িত্ব পালন করেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন