হবিগঞ্জে তরমুজ কেনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় দুটি বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গুরুতর আহত ৬ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে শহরের শায়েস্তানগর এলাকায় মোহনপুরের রাজু নামে এক তরমুজ ব্যবসায়ীর কাছ থেকে পার্শ্ববর্তী বহুলা গ্রামের সৈয়দ আলী তরমুজ কেনেন। এসময় তরমুজের দর নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরে এতে দুই গ্রামের লোকজন জড়িয়ে পড়েন। একপক্ষ অন্যপক্ষকে ইটপাটকেল নিক্ষেপ করেন।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় প্রধান সড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে রাত ১১ টার দিকে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) খলিলুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।