English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

তওবা করে চুরি ছাড়ার ঘোষণার তিন মাসের মাথায় আবারও ধরা

- Advertisements -

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও সাক্ষাৎকার দিয়ে চুরি ছেড়ে দিয়ে ভালো হওয়ার ঘোষণা দেওয়ার তিন মাসের মাথায় আবারও চুরি করতে গিয়ে ধরা খেয়েছেন মো. শাহজালাল ওরফে ট্যাবা।

ঘটনাটি ঘটেছে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পৌর এলাকায়। ট্যাবা নলছিটির পূর্বমালিপুর এলাকার বাসিন্দা। বিষয়টি এখন এলাকার মানুষদের মাঝে বেশ মুখরোচক আলাপে পরিনত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, ট্যাবা চুরি ছেড়ে দিয়ে ভালো হয়ে কাজ করে জীবিকা নির্বাহের কথা বলছেন। একই সাথে জেলার একটি প্রসিদ্ধ স্থানে গিয়ে বিগত দিনে চুরির জন্য অনুতপ্ত হয়ে আর চুরি না করার জন্য তওবা করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে সে তার কথা আর রাখতে পারেননি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার পৌর এলাকার সারদল গ্রামের আরআই বাড়িতে চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়েন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। নানা জনে নানা মন্তব্য করছেন।

ট্যাবা পৌর এলাকার পূর্বমালিপুরের বাসিন্দা রুস্তম হাওলাদারের ছেলে। তিনি এর আগেও বেশ কয়েকবার চুরি করতে গিয়ে ধরা পড়েছেন।

এ ব্যাপারে নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান বলেন, জনতার হাতে আটক এই চোরের ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন