English

16 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

ডিবি পরিচয়ে টাকা দাবি, প্রতারক গ্রেফতার

- Advertisements -

রাজবাড়ীতে ডিবি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে শামসুর রহমান মফিজ (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় রাজবাড়ীর পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

গ্রেফতার শামসুর রহমান রাজবাড়ী পাংশার চর ঝিকড়ী পশ্চিমপাড়ার হারেজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২১ নভেম্বর) পাংশা থানায় করা একটি মামলার বাদীকে ফোন করেন শামসুর রহমান। এসময় তিনি নিজেকে ঢাকায় কর্মরত ডিবি কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, তার নামে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলা থেকে নিষ্কৃতি পেতে ২০ হাজার টাকা দাবি করেন। কিন্তু টাকা না পেয়ে ওইদিন রাতেই অন্য একটি নম্বর থেকে ফোন করেন শামসুর রহমান। এসময় পাংশা থানার অফিসার পরিচয়ে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে পুলিশ তাকে (বাদী) গ্রেফতার করবে বলে হুমকি দেন। পরে অভিযোগ পেয়ে শামসুর রহমানকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করেন শামসুর রহমান।

শামসুর রহমান দীর্ঘদিন ধরে মোবাইলে নিজেকে বিভিন্ন সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন