ডাকাতির প্রস্তুতিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস থেকে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান।
পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা হাইওয়ে থানা, গোপীনাথপুর পুলিশ ফাঁড়ি ও কাশিয়ানী থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার রাত পৌনে একটার দিকে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়। তবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।
ইমাদ পরিবহনের সুপারভাইজার মো. নুরুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে খুলনার দুটি কাউন্টার থেকে ৭ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে টিকিট কেটে বাসে ওঠে। কিন্তু তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ফকিরহাট নেমে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়। এরপর পুলিশের টিম নিয়ে ভাটিয়াপাড়া থেকে এদের অস্ত্রসহ আটক করে। এছাড়া আটকরা ডাকাতির প্রস্তুতি নিলেও ডাকাতি করার সুযোগ পায়নি বলে জানান তিনি।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন