দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের টিকিট কালোবাজারির মাধ্যমে বিক্রির অপরাধে মিলন নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি।
বুধবার দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার রেলস্টেশনে কালোবাজারির মাধ্যমে ট্রেনের টিকেট বিক্রয়ের অপরাধে মিলন শেখ নামে স্থানীয় একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি জানান, নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে বুধবার ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে হাজির হলে মিলন শেখ নামে এক ব্যক্তির কাছে ৪ আগস্টের ঢাকাগামী একতা ট্রেনের বিরামপুর টু ঢাকা গন্ত্যব্যের ৬টি টিকেট উদ্ধার করা হয়।
তাকে জরিমানাসহ সতর্ক করে দেয়া হয়। ভোক্তার অধিকার রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।