ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বেসরকারি সেবা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার থেকে সিজারের তিন ঘণ্টা পর এক কন্যাশিশু চুরির ঘটনা ঘটে। এরপর শিশুটির বাবা মনিরুল ইসলাম স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর র্যাব অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ শহরের নিশ্চিতপুর দাশপাড়া জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেন। এ সময় জাহাঙ্গীর হোসেনের স্ত্রী প্রিয়া খাতুনকে আটক করে থানায় সোপর্দ করে র্যাব।
ঝিনাইদহ র্যাবের কমান্ডার কামাল উদ্দিন জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্লিনিকের ২০৩ নম্বর কেবিন থেকে নবজাতকটি চুরি হয়ে যায়। সিজারের মাধ্যমে মনিরুল ইসলাম ও শাবানা দম্পতির এই কন্যা সন্তানের জন্ম হয়।