English

28 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
- Advertisement -

জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা, কবিরাজ আটক

- Advertisements -

দিনাজপুরের বিরামপুরে জিন তাড়ানোর কথা বলে এক ক্ষুদ্র-নৃগোষ্ঠী কিশোরীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সুজন ইসলাম (২৭) নামে কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কবিরাজকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। আটক ওই ব্যক্তি ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মসজিদের দানের টাকা উঠাতে যান সুজন ইসলাম। সেখানে ক্ষুদ্র-নৃগোষ্ঠী নারীর বাড়ি যান। এসময় ওই বাড়িতে কোনো পুরুষ না থাকার সুযোগে কথার ফাঁকে বাড়িতে জিনের আছর আছে বলে ভয় দেখান।

একপর্যায়ে জিন তাড়ানোর কথা বলে ওই কিশোরীর মাকে বাড়ির আঙিনায় বসিয়ে কিশোরীকে ঘরে নিয়ে ধর্ষণচেষ্টা চালান। এসময় মেয়েটি চিৎকার করলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। পরে ওই ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে থানায় নিয়ে যায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, উপজেলার পল্লীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুজন ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্ততি চলছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন