বাগেরহাটের শরণখোলায় মানসিক ভারসাম্যহীন ছেলে মো. আলাউদ্দিনের (৩৮) শিলের আঘাতে মতিউর রহমান (৭৫) নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার উত্তর রাজাপুর জিবনদুয়ারি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা জানান, আলাউদ্দিন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। সকালে বাবার কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শীল নোড়া দিয়ে আলাউদ্দিন তার বাবার মাথা থেঁতলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রতিবেশীরা আলাউদ্দিনকে আটক করে পুলিশে দিয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।