খুলনার রূপসা উপজেলার ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাসের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাবসহ তার বিভিন্ন অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা।
বুধবার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাসসহ স্কুলের শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা। পরে পুলিশ তাদের উদ্ধার করে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্রীদের সঙ্গে বিভিন্ন সময় অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি সম্প্রতি দুই স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেন। এ ঘটনায় সকালে বিক্ষোভ শুরু হয়।