চট্টগ্রামের পটিয়ায় ছাত্র আন্দোলনে গুলি করে হত্যাচেষ্টার মামলায় পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলীকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-৭। গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা চালান আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (৩০ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
এ সময় তাদের অনেককে গুলি চালাতেও দেখা গেছে। সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। এর মধ্যে ২০ জন ছিলেন গুলিবিদ্ধ। অধিকাংশ ছিলেন মাদরাসা শিক্ষার্থী।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম জানান, কোরবান আলীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পটিয়া থানায় গত ২৭ আগস্ট একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পালানোর সময় গোপন তথ্যের ভিত্তিতে নগরের চান্দগাঁও থানার রাস্তার মাথা এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে কোরবান আলীকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে কোরবান আলী স্বীকার করেছেন, ৪ আগস্ট পটিয়া পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন আরাকান রোড এলাকায় দেশি এবং বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে শিক্ষার্থীদের উপর হামলায় অংশ নেন তিনি।