এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহবুব হাসান রিতুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতার জেলা শ্রমিকলীগ নেতা মাহবুব হাসান রিতু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কালিতলা মো. শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে প্রলোভন দেখিয়ে ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন মাহবুব হাসান রিতু। পরে বুধবার বিকেলে এ ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।
মামলার বাদী বলেন, মহানন্দা সেতু থেকে নানা প্রলোভনে নিজের ভাড়া বাড়িতে নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে মাহবুব হাসান রিতু। বাড়িতে ফিরে আমার মেয়ে সব খুলে বলে। পরে এ ঘটনার বিচার পেতে থানায় মামলা করেছি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই প্রতিবন্ধী তরুণীর মায়ের মামলার পরিপ্রেক্ষিতে শ্রমিকলীগ নেতা মাহবুব হাসান রিতুকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।