English

23 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

চট্টগ্রামের আনোয়ারায় গরু চোর সন্দেহে ২ ব্যক্তিকে নির্যাতন (ভিডিও)

- Advertisements -

চট্টগ্রামের আনোয়ারায় গরু চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় দুব্যক্তিকে বেঁধে লাঠি দিয়ে পিটানোর দৃশ্য স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ৩০ অক্টোবর ২০২১ শনিবার সকালে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। স্থানীয় প্রভাবশালী আব্দুল নবী ও হারুনের নেতৃত্বে চলে এই নির্যাতন। তবে তাৎক্ষনিকভাবে আটক দুব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা তথ্য দেন বেশ কিছুদিন ধরে বরুমছড়া এলাকা থেকে উপর্যুপরি গরু চুরি হচ্ছে। চোর সন্দেহে শনিবার ভোরে তাদের ধরে আনা হয়। ভিডিওতে দেখা যায়, দু্ই যুবক কে গামছা দিয়ে চোখ বেধেঁ চলে নির্যাতন। নির্যাতনের সময় স্থানীয় অনেকেই উপস্থিত থাকলেও কেউ প্রতিবাদ করেননি ।
পরে চুরির অভিযোগে তাদের পুলিশের হাতে তুলে দিলে পুলিশের তাদের বিরুদ্ধে চুরির সত্যতা না পাওয়ায় ছেড়ে দিয়ে হাসপাতালে ভর্তি করান বলে সূত্র জানায়। ততক্ষণে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে ইউপি সদস্য জেবল হোসাইন বলেন, আসলে ঘটনাটি আমাকে কেউ না বলায় আমি এই বিষয়ে এখনো কিছু জানি না। তবে অপরাধ করলে দেশে আইন আছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই।
ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী বলেন, বেশ কিছুদিন ধরে আমাদের এলাকায় গরু চুরি হচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক। কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়াকে আমি সমর্থন করি না। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম সিকদার জানান, দুইজন লোককে গরু চোর সন্দেহে থানায় আনা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে চুরির কোনো প্রমাণ না পাওয়ার তাদের আটক করা হয়নি।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে…

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন