পেশায় অটোরিকশাচালক এক বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয় আরো তিন বন্ধু। পরে চালক বন্ধুকে খুন করে ছিনতাই করে তার অটো। ঘটনাটি নরসিংদীর রায়পুরায়। বুধবার (২৮সেপ্টেম্বর) দুপুরে আসামিদের গ্রেপ্তারের পর নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর বিকেলে অটোরিকশাসহ তিন বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে অটোসহ নিখোঁজ হয় বিজয় মিয়া নামের এক যুবক। পরদিন বিকেলে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের পাশের একটি ঝোপে গলায় রশি পেঁচানো অবস্থায় নিখোঁজ বিজয়ের মরদেহ পাওয়া যায়। বিজয় মিয়া নরসিংদী শহরের বাসাইল মহল্লার মো. আমিনুল ইসলামের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন আরো জানান, ঘটনার পর থেকেই পুলিশ এটা নিয়ে কাজ শুরু করে। এক পর্যায়ে অভিযুক্ত রুবেল ও কাউসার নামের দুজনকে রায়পুরা থেকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোর বিভিন্ন পার্টসসহ আলাল মিয়া এবং রুবিয়া বেগম নামের আরো দুইজনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময়, খুন হওয়া বিজয় মিয়ার ব্যবহৃত মুঠোফোনটিও উদ্ধার করা হয়।